শিরোনাম
শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

চাঁদপুর শহর রক্ষা বাঁধে ফাটল

চাঁদপুর প্রতিনিধি

মেঘনা নদীর তীব্র স্রোতে চাঁদপুর শহর রক্ষা বাঁধে ফাটল দেখা দিয়েছে। চাঁদপুর শহরের পুরান বাজার হরিসভা এলাকায় ৩৫ মিটার এলাকাজুড়ে এই ফাটল দেখা দেয়। এতে ওই এলাকার ৩০ পরিবারের বসতবাড়ি ভাঙনের মুখে। বুধবার সন্ধ্যায় ওই এলাকায় গিয়ে দেখা গেছে ক্রমান্বয়ে ফাটল বড় আকার ধারণ করছে। চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান জানান, পাউবোর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। বালুভর্তি জিও ব্যাগ দিয়ে ফাটল রোধ করা হবে। নদীতে তীব্র স্রোত আর ঢেউয়ের কারণে ফাটল দেখা দিয়েছে। এর আগে ২০১৬ সালে ফাটল দেখা দিলে পানি উন্নয়ন বোর্ড ওই এলাকার ১২টি বসতঘর ভেঙে অন্যত্র সরিয়ে নিয়েছে। এরপর বাঁধের সংস্কার কাজ করেন।

সর্বশেষ খবর