শিরোনাম
শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

বিস্ফোরক মামলায় ভিপি সাইফুল কারাগারে

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

ট্রাক ভাঙচুর, অগ্নিসংযোগ, নাশকতা ও বিস্ফোরক মামলায় বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আদালত।

গতকাল দুপুরে বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত একটি মামলায় বগুড়া জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক এমদাদুল হক তার জামিন আবেদন না মঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। একই দিনে সাইফুল ইসলাম নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে বগুড়া সদর থানায় দায়েরকৃত অপর একটি মামলায় বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যামসুন্দর রায়ের আদালতে হাজিরা দিয়ে জামিনের আবেদন করলে তা শুনানি শেষে মঞ্জুর করেন। ভিপি সাইফুলকে জেলহাজতে প্রেরণের এ ঘটনায় জেলা বিএনপি সংবাদ সম্মেলন করে কাল শনিবার অর্ধদিবস হরতালসহ নয় দিনের কর্মসূচি ঘোষণা করেছে। জানা যায়, ২০১৫ সালের ৪ জানুয়ারি অবরোধ কর্মসূচি চলাকালে বগুড়া সদরের বারপুর এলাকায় ট্রাক ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনায় ভিপি সাইফুলসহ বিএনপি নেতা-কর্মীদের নামে দুটি মামলা হয়।

সর্বশেষ খবর