শিরোনাম
রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

‘রাঙামাটিতে ২ লাখ তালবীজ রোপণ করা হবে’

রাঙামাটি প্রতিনিধি

সম্প্রতি ভয়াবহ পাহাড় ধসের ঘটনায় তছনছ হয়ে যায় পুরো রাঙামাটি জেলা। এসব ঘটনার মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে অতিরিক্ত বজ্রপাত। তাই বজ্রপাতের আঘাত প্রতিরোধের লক্ষ্যে রাঙামাটি জেলায় ২ লাখ তালবীজ রোপণ করা হবে। সারা দেশে তালবীজ রোপণের অংশ হিসেবে রাঙামাটি সদরসহ ১০টি উপজেলায় ২৫ সেপ্টেম্বর এ কার্যক্রম শুরু করা হবে। ইতিমধ্যে জেলার প্রত্যেক ইউনিয়নে পর্যাপ্ত তালবীজ সরবরাহ করা হচ্ছে বলে জানান, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান। গতকাল  সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে তালবীজ সরবরাহ সংক্রান্ত সভায় রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক প্রকাশ কান্তি চৌধুরী, মোহাম্মদ আবু সাহেদ চৌধুরী, রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান অরুণ কান্তি চাকমাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সেচ্ছাসেবী প্রধানগণ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর