শিরোনাম
রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

নবীনগরে শতাধিক বাড়িঘরে হামলা আগুন লুট

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের আমতুলী পূর্বপাড়ায় ইউপি নির্বাচনী বিরোধের জেরে প্রতিপক্ষের শতাধিক বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগও করা হয়। গতকাল ভোর ৫টা থেকে দুই ঘণ্টাব্যাপী চলে এ তাণ্ডব। এলাকাবাসী জানান, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বীরগাঁও ইউনিয়নের আনোয়ার  ও কালা গোষ্ঠির লোকজনের সঙ্গে সাহেব বাড়ি বিরোধ চলছে। এর জেরে আনোয়ার ও কালা গোষ্ঠির দুই শতাধিক লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভোরে সাহেব বাড়িতে হামলা চালায়। সাহেব বাড়ি ও তার সমর্থকদের শতাধিক বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। আগুন ধরিয়ে দেয় অন্তত পাঁচটি বসতঘরে। গতকাল দুপুরে সরেজমিন ঘুরে বেশকিছু ঘরের বেড়ায় অস্ত্রের কোপের চিহ্ন দেখা গেছে। প্রত্যক ঘরের অসবাবপত্র ছড়িয়ে ছটিয়ে পড়ে ছিল। জজ মিয়া, মোমিন, কালা, মামুন মিয়ার বসতঘরে পুড়ে গেছে। গৃহবধূ কুলসুম বলেন, ‘হামলাকারীরা অস্ত্রের মুখে বসতঘরে ঢুইককা ভাঙচুর কইরা নগদ টেহা ও স্বর্ণের অলঙ্কার লুট কাইরা লইয়া গেছে।’ ক্ষতিগ্রস্ত বরকত মিয়ার ভাষ্য, ফিল্মি স্টাইলে তারা আমাদের শতাধিক ঘরে হামলা চালিয়েছে। এতে কোটি টাকার জিনিসপত্র নষ্ট হয়েছে। আমতুলি পূর্বপাড়া গ্রামের মোল্লা মিয়া, মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম জানান, গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থী নিয়ে দুই পক্ষের লোকজনের বিরোধ দেখা দেয়। এ ঘটনায় আগেও কয়েকবার সংঘর্ষ হয়েছে। নবীনগর থানার ওসি জানান, এ ঘটনায় পুলিশ ১১ জনকে আটক করেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

কাশিয়ানীতে বাড়িঘরে লুট : গোপালগঞ্জ প্রতিনিধি জানান, কাশিয়ানীর চরজাজিরা গ্রামে একটি হত্যাকাণ্ডের পর ওই এলাকা এখন পুরুষশূন্য। পর পর অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। রাত এলেই সেখানে নীরবতা নেমে আসে। শুধু পুরুষ নয়, মহিলা ও শিশুরাও বাড়িছাড়া হয়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। পুলিশি গ্রেফতার ও প্রতিপক্ষের হামলার ভয়ে কেউ বাড়িতে থাকতে সাহস পাচ্ছে না। চরজাজিরায় আধিপত্য বিস্তার ও শত্রুতার জেরে গত ১৯ সেপ্টেম্বর জিহাদ মোল্লা (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় জিহাদের শ্বশুর মোরাদ মোল্লা ৪২ জনের নামোল্লেখসহ অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর