শিরোনাম
রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

সুস্থ হয়ে মানুষের সেবা করতে চান ক্যান্সার আক্রান্ত ডা. নুরুল

গোপালগঞ্জ প্রতিনিধি

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ডা. নুরুল ইসলাম (২৮) সুস্থ হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে যান। ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য নুরুল ইসলামকে ইউরোপ, আমেরিকা অথবা জাপান নিতে পরামর্শ দিয়েছেন। সেখানে চিকিৎসা করালে তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা। ডা. নুরুল ইসলাম গত ডিসেম্বর থেকে শয্যাশায়ী। চলাফেরা করতে পারছেন না। ঘরের বিছানায় শুয়েই তার দিন কাটছে। সুস্থ হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার অপেক্ষায় তিনি। নুরুল ইসলাম গোপালগঞ্জ শহরের চৌরঙ্গী রোডের মতিনুর রহমানের একমাত্র ছেলে। তার মা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। মতিনুর রহমান বলেন, ‘ছেলের চিকিৎসা করিয়ে নিস্ব হয়ে পড়েছি। স্ত্রীর আয়ের টাকা দিয়ে কোনো রকম সংসার চলছে। মানবতাবাদী প্রধানমন্ত্রী আমার ছেলের চিকিৎসার ব্যবস্থা করলে সে সুস্থ হয়ে মানুষের সেবায় ফিরতে পারবে।’ উল্লেখ্য, ২০১২ সালে বাংলাদেশ ডেন্টাল কলেজ থেকে পাস করার পর নুরুল ইসলাম ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজে চাকরি শুরু করেন। ২০১৫ সালে তার শরীরে ব্লাড ক্যান্সার ধরা পড়ে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর