শিরোনাম
রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

বগুড়ায় হরতালের প্রভাব পড়েনি আটক ১২

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বিস্ফোরক মামলায় জামিন বাতিল হয়ে বগুড়া বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলামকে জেলহাজতে পাঠানোর প্রতিবাদে ডাকা বিএনপির হরতাল পালিত হয়নি। গতকাল সকাল থেকে বগুড়া জেলায় যানবাহন চলাচল, দোকানপাট, বেসরকারি অফিস সবকিছুই স্বাভাবিক ছিল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোর ৬টায় শহরের শেরপুর রোডে যুবদল মিছিল করার চেষ্টা করলে পুলিশের ধাওয়ার মুখে পালিয়ে যায়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে। এর আগে শুক্রবার রাতে জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মেহেদি হাসান হিমু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাবুল আলম পিপলুসহ ১০ জনকে গ্রেফতার করে। এদিকে শনিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত আধাবেলা হরতাল ডাকার প্রতিবাদে বগুড়া যুবলীগ ও ছাত্রলীগ সকাল থেকে শহরের সাতমাথা এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করে। জেলা শহরের বিভিন্ন মোড়ে মোড়ে পুুলিশ সদস্যদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে দেখা যায়। বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন বলেন, হরতাল গণতান্ত্রিক অধিকার। সেই অধিকারও খর্ব করা হয়েছে। হরতালের আগে রাতেই ১০ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর