শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

আমন খেতে খোল পচা রোগ, দিশাহারা কৃষক

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে চলতি মৌসুমে আমন খেতে খোল পচা রোগ দেখা দেওয়ায় কৃষকরা দিশাহারা হয়ে পড়েছেন। ভারত থেকে আসা স্বর্ণা জাতের ধানে এ রোগের আক্রমণ হয়েছে। কোনো প্রকার ওষুধ বা প্রাকৃতিক নিয়মেও ধান খেত রক্ষা করা যাচ্ছে না। কৃষি বিভাগ থেকে কোনো পরামর্শ ও সহযোগিতা না পেয়ে হতাশ কৃষক। কৃষকদের অভিযোগ অস্বীকার করে লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক বিধু ভূষণ রায় জানান, প্রাকৃতিক উপায়ে ভাইরাসজনিত এ রোগের হাত থেকে রক্ষার জন্য কৃষকদের পরামর্শ দেওয়ার কথা। চলতি মৌসুমে লালমনিরহাটে ৮৪ হাজার ৮৪৮ হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে। আবহাওয়া ও পরিবেশ অনুকূল থাকায় ধান গাছও হয়েছে ভালো। মাঝামাঝি সময়ে এসে ধান গাছ খোল পচা রোগে আক্রান্ত হচ্ছে। জেলার ৮৫ ভাগ কৃষক এবার স্বর্ণা জাতের ধান আবাদ করেছেন। এ ধানটিতেই রোগের প্রার্দুভাব বেশি দেখা দিয়েছে। নানা রকম ওষুধ স্প্রে করে কৃষকরা তাদের কষ্টের ফসল বাঁচাতে মরিয়া হয়ে ওঠেছেন। বহু অর্থ ব্যয় করে কীটনাশক দিয়েও ফল পাচ্ছেন না।

সর্বশেষ খবর