শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

প্রজনন মৌসুম পাল্টালেও পাল্টেনি নিষেধাজ্ঞার সময়

আমতলী প্রতিনিধি

প্রজনন মৌসুম উপলক্ষে ১ থেকে ২২ অক্টোবর ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। প্রধান উদ্দেশ্য জেলেরা যাতে মা ইলিশ শিকার না করেন। অথচ আগস্ট মাস থেকে সাগরে যে প্রচুর ইলিশ ধরা পড়েছে তার অধিকাংশের পেটে ডিম ছিলো। এ সব ইলিশ ডিম ছাড়ার জন্য নদ-নদীতে আসছিল। আর বর্তমানে যে ইলিশ ধরা পড়ছে তা জাটকা। বিশেষজ্ঞরা বলছেন ইলিশ প্রজনন মৌসুম পাল্টেছে কিন্তু সরকারে নিষেধাজ্ঞার সময় পাল্টায়নি। নিষেধাজ্ঞা ঘোষণা নিয়ে জেলেদের মধ্যেও রয়েছে ক্ষোভ।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাণী ও প্রজনন বিভাগের ড. আবুল কাসেম চৌধুরী বলেন, ‘ইলিশ প্রজনন মৌসুম পাল্টে গেছে। সরকারের নিষেধাজ্ঞার সময় আরও ১০/১৫ দিন আগে দিলে ভালো হতো। এখন মা ইলিশ জেলেদের জালে খুবই কম ধরা পড়ছে। অনেক জেলের অভিযোগ, ইলিশ প্রজনন মৌসুম শুরুর ৪-৫ দিন আগে প্রশাসন তারিখ নির্ধারণ করে। যেদিন এই বার্তা জেলেদের জানানো হয় সেদিন বা তার দু-এক দিন আগে অনেকে সমুদ্রে মাছ শিকারে যান। ওইসব জেলের অনেকে পাঁচ, সাত এমনকি ১০ দিন পর তীরে এসে পড়েন বিপাকে। এ কারণে নিষেধাজ্ঞার অন্তত ১৫-২০ দিন আগে এই বার্তা জেলেদের কাছে পাঠানো উচিত।

সর্বশেষ খবর