শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

নৈশপ্রহরী নিয়োগে বাণিজ্য!

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুর সদর উপজেলায় দপ্তরি কাম নৈশপ্রহরী নিয়োগে ব্যাপক অনিয়েমের অভিযোগ পাওয়া গেছে। একটি প্রভাবশালী চক্র ভুয়া সনদ বাণিজ্যের মাধ্যমে নিয়োগ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। নিয়োগ প্রাপ্তদের বেশির ভাগই প্রাথমিক বিদ্যালয়ের গন্ডি না পেরিয়েও অষ্টম শ্রেণি পাস বনে গেছেন। কেউ কেউ প্রকৃত বয়স আড়াল করতে জাতীয় পরিচয়পত্র বাদ দিয়ে জন্মনিবন্ধনের আশ্রয় নিয়েছেন। নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে মামলা দায়ের করেছে নিয়োগবঞ্চিতরা। ইতোমধ্যে নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে নিয়োগ বাতিল দাবিতে বিক্ষোভ মিছিল মানববন্ধন কর্মসূচি এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে শরীয়তপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। জেলা মুক্তিযোদ্ধার সংসদ সন্তান কমান্ড সভাপতি কবির হোসেন বলেন, অবৈধ নিয়োগ বাতিল করে আবার নিয়োগে দেওয়ার দাবিতে আমরা বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। আন্দোলন অব্যাহত রয়েছে। সদর উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান জানান, নিয়োগের বিষয়ে আদালতে মামলা হয়েছে। অনিয়ম হয়ে থাকলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর