শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

মেঘনা-তেতুলিয়ায় ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ

ভোলা প্রতিনিধি

ইলিশের প্রধান প্রজনন মৌসুম হিসেবে ১ অক্টোবর থেকে ২২ দিন ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় সকল প্রকার মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ সময় সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, ও ক্রয়-বিক্রয়ের ওপরও নিষেধাজ্ঞা জারি থাকবে। বৃহস্পতিবার ভোলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সদর উপজেলা মত্স্য কর্মকর্তা এ তথ্য জানান। লিখিত বক্তব্যে তিনি বলেন, ভোলার মদনপুর চরইলিশা থেকে মেঘনা নদীর চরপিয়াল পর্যন্ত ৯০ কিলোমিটার এবং ভেদুরিয়া থেকে পটুয়াখালী জেলার চররুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীর ১০০ কিলোমিটার এলাকা ইলিশের অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। সাংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফট্যান্টে রেদোয়ান, ভোলা মত্স্যজীবী সমিতির সভাপতি নুরুল ইসলাম মুন্সি প্রমুখ।

সর্বশেষ খবর