শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের আশীর্বাদ

— এনামুল হক শামীম

শরীয়তপুর প্রতিনিধি

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম নিয়েছিলেন বলেই আজ বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জন্ম হয়েছে। একইভাবে বলা যেতে পারে, বাংলাদেশের মহান স্থপতির রক্তে জননেত্রী শেখ হাসিনার জন্ম না হলে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হতো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের আশীর্বাদ। তাঁর জন্যই মানুষ ভাত ও ভোটের অধিকার ফিরে পেয়েছে। তাই স্বাধীনতায় বিশ্বাসী সব মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতার জন্য জননেত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসাতে হবে। রাষ্ট্রীয় ক্ষমতা শেখ হাসিনার হাতে থাকলে দেশ এগিয়ে যাবে। গতকাল জেলার সখিপুর কেন্দ্রীয় জামে মসজিদ ও সখিপুর থানা আওয়ামী লীগ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিশেষ মিলাদ ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সখিপুর থানা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির মোল্লা, আবুল হাসেম দেওয়ান, মোয়াজ্জেম সরদার, জিতু মিয়া বেপারী, মোজাম্মেল মোল্লা, ইউনুস সরকার, মানিক সরদার, কাওসার আহমেদ ত্বকী, খালেক খালাসী, রাসেল আহমেদ পলাশ, সোমেল সরদারসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রোহিঙ্গা ইস্যু নিয়ে এনামুল হক শামীম বলেন, নোবেল জয়ীদের ভূমিকা যখন প্রশ্নবিদ্ধ তখন শান্তির পতাকা হাতে নিয়ে মানবতার নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন জননেত্রী শেখ হাসিনা। মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া কয়েক লাখ রোহিঙ্গাকে আশ্রয় ও থাকা-খাওয়ার ব্যবস্থা করে ‘মাদার অব হিউম্যানিটি’ উপাধিতে ভূষিত হয়েছেন। রোহিঙ্গারা তাদের সন্তানদের নাম রাখছেন শেখ হাসিনা, বঙ্গবন্ধু, জয় বাংলা। একজন মানুষের জীবনে জনগণের ভালবাসার ওপরে কোনো উপহার নেই। জননেত্রী শেখ হাসিনার উদারতার প্রশংসা করছেন বিশ্ব নেতারা। তিনি এখন বিশ্ব মানববতাবাদী নেতায় পরিণত হয়েছেন। দিশাহারা মানুষের আলোকবর্তিকায় পরিণত হয়েছেন। 

সর্বশেষ খবর