শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

ধর্মীয় আচারবোধ বিবেককে জাগ্রত করে : সোহাগ

মোরেলগঞ্জ প্রতিনিধি

ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ বলেছেন, ‘ধর্মীয় আচার মানুষের বিবেককে জাগ্রত করে। যে ব্যক্তি ধর্মকর্ম করে না, তার মধ্যে মানবিক গুণাবলীর অভাব থাকে। খুব সহজেই সে সহিংসতায় জড়িয়ে পড়তে পারে’। বাগেরহাটের মোরেলগঞ্জে হিন্দু নেতাদের সঙ্গে বুধবার মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। পরে ছাত্রলীগের সাবেক সভাপতি বাগেরহাট জেলা আওয়ামী লীগ সদস্য সোহাগ মোরেলগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। শারদীয় দুর্গোৎসবকে সার্বজনীন ও উৎসবমুখর করে তুলতে দলীয় নেতা-কর্মীদের বিশেষভাবে অনুরোধ জানান। মণ্ডপগুলোয় তিনি ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তাও দেন। এদিকে গতকাল মোরেলগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন জেলা বিএনপির সহসভাপতি কাজী খায়রুজ্জামান শিপন। এ সময় উপজেলা নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন। তিনি মণ্ডপগুলোতে আর্থিক সহায়তা প্রদান করেন।

সর্বশেষ খবর