শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

এক পলক

জমি দখলে বাধা দেওয়ায় হামলা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্কুলের জমি দখলে বাধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় কমপক্ষে ১০জন আহত হয়েছেন। গতকাল উপজেলার চম্পকনগর স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে। বিজয়নগর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ কবির হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত মামলা হয়নি। —ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বজ্রপাত প্রতিরোধে তাল ও খেজুর গাছের চারা রোপণ

বজ পাত প্রতিরোধে মাগুরা সদর উপজেলার ৪০টি কৃষি ব্লকে ৮০ হাজার তাল ও খেজুর গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে সদর উপজেলার কৃষি বিভাগ। এর মধ্যে গত ২ মাসে হাজিপুর ও আঠারো খাদা ইউনিয়নের ১৭ হাজার ২৬০টি তাল ও খেজুর গাছের বীজ রোপণ করা হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলার সাইত্রিশ-ফুলবাড়ি সড়কের দুই পাশে দুই হাজার তাল ও খেজুর গাছের বীজ রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন কৃষি সমপ্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক চন্ডি দাস কুণ্ডু। এর আগে এ উপলক্ষে শহরে র‌্যালি অনুষ্ঠিত হয়। —মাগুরা প্রতিনিধি

সৌতিজালসহ আটক ৮

নাটোরে সিংড়া উপজেলার কালিনগর গ্রাম থেকে বুধবার রাতে অভিযান চালিয়ে ৪টি সৌতিজালসহ আটজনকে আটক করেছে ডিবি পুলিশ। আটকরা হলো- রমিজুল, ঝড়ু, মোহাম্মাদ কবিরাজ, মুন্টু, মনিরুল, বদি ও এরশাদ। এ ঘটনায় ডিবি পুলিশ স্থানীয় মেম্বার আব্দুল মালেকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করে। ডিবির ওসি আব্দুল হাই জানান, অভিযুক্তরা আইন লংঘন করে অবাধে পোনাসহ মাছ নিধন করে আসছে। এ অভিযান অব্যাহত থাকবে।

—নাটোর প্রতিনিধি

স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে কামরুল হাসান আনছারী (৪০) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেফতারের করা হয়েছে। গতকাল তাকে জেলহাজতে পাঠানো হয়। কামরুল ধুনটের পাঁচথুপি গ্রামের হবিবুর রহমানের ছেলে ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক। বুধবার বিকালে তাকে গ্রেফতার করা হয়।

—নিজস্ব প্রতিবেদক, বগুড়া

কীর্তনখোলায় শিশু নিখোঁজ

বরিশাল নগরীর বেলতলা সংলগ্ন কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে রিয়াদ (৫) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বরিশাল দমকল বাহিনীর দুটি দল শিশুটির সন্ধানে নদীতে তল্লাশি শুরু করেছে। রিয়াদ নগরীর পলাশপুর এলাকার সেলিম হাওলাদারের ছেলে। —নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ভাটামালিককে জরিমানা

শেরপুরের ঝিনাইগাতীতে অননুমোদিতভাবে কৃষিজমিতে ইটভাটা স্থাপনের অভিযোগে ভাটামালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অর্থদণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানের নাম মেসার্স স্টার ঝিকঝাক ব্রিকস। এর স্বত্বাধিকারী ইশতিয়াক আহমেদ উল্লা ওরফে সাকি জেলা সদরের মোবারকপুরের বাসিন্দা। —শেরপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর