শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

চট্টগ্রামে সবজির বাজারে আগুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে সবজির বাজারে আগুন

বাজার দর

চট্টগ্রাম মহানগরীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে আগুন জ্বলছে। অধিকাংশ সবজির দামই প্রতি কেজি ৫০ টাকার ওপরে। এছাড়া শীত মৌসুমের কিছু সবজি বাজারে এলেও সেগুলোর দামও বেশি। বাড়ছে মাছের দামও। গতকাল নগরীর প্রধান কাঁচাবাজার বক্সিরহাট, চকবাজার, কাজীর দেউড়ি ও রিয়াজ উদ্দিন বাজারে খোঁজ নিয়ে এ চিত্র দেখা যায়। তবে সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে আছে একমাত্র আলু, প্রতি কেজি ২০ টাকা। গতকাল নগরীর বক্সিরহাটে শীতের সবজি প্রতি কেজি ফুলকপি ও বাঁধা কপি বিক্রি হয়েছে ৬০ থেকে ৭০ টাকা, প্রতি কেজি মুলা বিক্রি হয়েছে ৫০ টাকা। এছাড়া বরবটি ৭০ থেকে ৮০ টাকা, তিতকরলা ৬০, ঝিঙ্গা ও চিচিঙ্গা ৫০ থেকে ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, পটোল ৪০ টাকা, টমেটো ৮০, কাঁকরোল ৭০ টাকা, কাঁচা মরিচ ২০০ টাকা কেজি বিক্রি হয়েছে। বক্সিরহাটের সবজি ক্রেতা আশরাফুল আলম বলেন, কিছুদিন সবজির বাজার স্থির ছিল। কিন্তু কয়েকদিন ধরে আবারও সবজির বাজারে অস্থিরতা বিরাজ করছে। প্রায় প্রতিটি সবজির দাম কেজিতে ১০-২০ টাকা বাড়ছে। এছাড়া কয়েকটি শীতকালীন সবজি বাজারে দেখা যাচ্ছে। সেগুলোর দামও বেশি। বক্সিরহাটের সবজি বিক্রেতা জসিম উদ্দিন বলেন, সবজি আসে এমন কিছু জেলা এবং উপজেলা থেকে বর্তমানে সবজি কম আসছে। তাই সাময়িক সময়ের জন্য সবজির দাম বৃদ্ধি পেয়েছে। কয়েকদিনের মধ্যে তা আরও কমে যাবে। এদিকে, গতকাল বাজারে প্রতিকেজি কাতলা মাছ বিক্রি হয়েছে ৪০০, রুই মাছ (বড়) ৪৫০, চিংড়ি মাছ (আকারভেদে) ৫০০ থেকে ১২০০, মলা মাছ ২০০, লইট্টা মাছ ১২০ থেকে ১৪০ টাকা, পোয়া মাছ ২০০ থেকে ৩০০ টাকা, ফুল পোয়া ৩৫০ টাকা। বড় আকারের প্রতি কেজি ইলিশ বিক্রি হয়েছে ৬০০ থেকে ৮০০ টাকা।

সর্বশেষ খবর