উখিয়া ও টেকনাফে আশ্রয় নেওয়া রোহিঙ্গা মুসলিমদের জন্য এক কোটি ছয় লাখ টাকার ত্রাণসামগ্রী বিতরণ করবে যশোর জেলা ইমাম পরিষদ। এ লক্ষ্যে ত্রাণসামগ্রীর প্রথম চালান নিয়ে শনিবার সংগঠনটির পক্ষ থেকে একটি টিম উখিয়ার উদ্দেশে রওনা হয়েছে। জেলা ইমাম পরিষদের প্রচার সম্পাদক মাওলানা মিজানুর রহমান জানান, নির্যাতনে দেশছাড়া রোহিঙ্গা মুসলিমদের সাহায্যের জন্য পরিষদের পক্ষে একটি ত্রাণ তহবিল গঠন করা হয়। গত কয়েকদিন ধরে যশোরের মসজিদগুলোর ইমাম সাহেবদের মাধ্যমে সাধারণ মানুষ এ তহবিলে টাকা জমা দেন। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এ তহবিলে জমা হয় এক কোটি ছয় লাখ টাকা। প্রথম চালানে ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে দুই হাজার প্যাকেট খাদ্যদ্রব্য। যার প্রত্যেকটি প্যাকেটে আছে ১০ কেজি চাল, ১ কেজি বিস্কুট, ১ কেজি লবন, ১ কেজি হুইল পাউডার, ১ কেজি মুড়ি, ১টা সাবান, ১ কেজি চিনি, এক প্যাকেট স্যালাইন, ১ প্যাকেট মশার কয়েল, ১ কেজি ডাল, ১ কেজি চানাচুর, আড়াইশ গ্রাম নারিকেল তেল। এছাড়া চার হাজার পিস ছাতা, এক হাজার প্যাকেট শিশুখাদ্য, ৫০টি ঘর নির্মাণের সামগ্রী, ৩০টি বাথরুম নির্মাণের সামগ্রী, ২৫টি টিউবয়েল, একটি গভীর নলকূপ ও নগদ ৫ লাখ টাকাও বিতরণ করা হবে।