মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

মাগুরা ও গাইবান্ধায় বর্ণাঢ্য নৌকাবাইচ

মাগুরা ও গাইবান্ধা প্রতিনিধি

মাগুরা ও গাইবান্ধায় বর্ণাঢ্য নৌকাবাইচ

মাগুরার মধুমতি ও গাইবান্ধার ঘাঘট নদে নৌকাবাইচ দেখতে দর্শনার্থীর ঢল —বাংলাদেশ প্রতিদিন

মাগুরার মহম্মদপুর এবং গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ বাইচ দেখতে হাজার হাজার দর্শনার্থীর সমাগম ঘটে।

মাগুরার মহম্মদপুর উপজেলার ঝামা বাজারের পাশে মধুমতি নদীতে গত রবিবার বিকালে আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট বীরেন শিকদার। প্রতিযোগিতায় অংশ নেওয়া ৯টি নৌকার মধ্যে গোপালগঞ্জের কোটালীপাড়ার নৌকা প্রথম, মাগুরার মহম্মদপুরের কালীশংকরপুরের নৌকা দ্বিতীয় ও রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থেকে আসা নৌকা তৃতীয় স্থান অধিকার করে।এলাকাবাসী ছাড়াও আশপাশের জেলা ফরিদপুর, নড়াইল, রাজবাড়ী, ঝিনাইদহ, যশোর থেকে এ প্রতিযোগিতা দেখতে মানুষের সমাগম ঘটে। পাশাপাশি গতকাল গাইবান্ধা সদরের খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা ব্রিজসংলগ্ন কিশামত বালুয়ায় ঘাঘট নদীতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে বাইচ প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার ১০টি নৌকা অংশ নেয়। প্রতিটি নৌকায় বৈঠা হাতে নেন ২০ থেকে ৩০ জন মাঝি। নানা রঙের নৌকা ছাড়াও প্রতিযোগীদের সাজ-পোশাক, বাদ্য-বাজনা দর্শকদের আকর্ষণ করে।

সর্বশেষ খবর