মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা
নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার

১০ জেলের জেল-জরিমানা কোটি টাকার জাল জব্দ

প্রতিদিন ডেস্ক

নিষিদ্ধ সময়ে ইলিশ শিকারের দায়ে লক্ষ্মীপুর ও পটুয়াখালীর কলাপাড়ায় ১০ জেলেকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া বাগেরহাটে জব্দ করা হয়েছে কোটি টাকার জাল। প্রতিনিধিদের খবর—

লক্ষ্মীপুর : প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে রামগতির মেঘনা নদীতে মা ইলিশ ধরায় নয় জেলেকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। সময় ২০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে দেওয়া হয়।

পটুয়াখালী : কলাপাড়ায় বাবুল (২৫) নামে এক জেলেকে আটক করে নৌ-পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে পাঁচ দিন কারাদণ্ড দেওয়া হয়। বাগেরহাট :  মোংলায় গত দুই দিনে প্রায় কোটি টাকার ইলিশ ধরার জাল জব্দ করেছে কোস্টগার্ড। পশুর নদীর বিভিন্ন এলাকা থেকে এ সব জাল আটক করা হয়।

সর্বশেষ খবর