শিরোনাম
শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

সরকারি কর্মকর্তার ফেসবুক আইডি ঘিরে তোলপাড়

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ গণপূর্তর নির্বাহী প্রকৌশলীর ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিয়ে কটূক্তি করা হয়েছে। বিষয়টি জানাজানি হলে কয়েকদিন ধরে জেলায় তোলপাড় শুরু হয়। প্রকৌশলীর অফিসের অনেকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। সরকারের গোয়েন্দা সংস্থাও খতিয়ে দেখছে বলে জানা গেছে।

নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন ফেসবুক আইডি তার নিজের বলে স্বীকার করে বলেন, ‘কেউ আমার আইডি হ্যাক করে এটি করেছে। ব্যস্ততার কারণে এই কথাগুলো মুছে দেওয়া সম্ভব হয়নি।’

জানা যায়, ঝিনাইদহ গণপূর্তর নির্বাহী প্রকৌশলী জাকির হোসেনের ফেসবুক আইডিতে ২০১৩ সালে ৫ মার্চ একটি অনলাইন পত্রিকার পেজে প্রধানমন্ত্রী ও জাতীয় পতাকা নিয়ে নানা কটূক্তি করা হয়। এছাড়া রাষ্ট্রপতি, সচিব, পুলিশ, আমলাসহ উচ্চপদস্থ সরকারি অনেক কর্মকর্তার বিরুদ্ধে বাজে মন্তব্য করা হয়েছে। একই বছর ওই ফেসবুক আইডিতে একটি জাতীয় দৈনিকের সম্পাদককে নাস্তিক ও ইহুদীদের দালাল সম্বোধন করা হয়েছে। এছাড়া ২০১৪ সালের ৯ জানুয়ারি নির্বাচন, বিরোধী রাজনৈতিক দল ও সুশীলদের নিয়ে মন্তব্যে খারাপ ভাষা ব্যবহার করা হয়েছে।

সর্বশেষ খবর