শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

৮৪ জেলেকে জেল জরিমানা

প্রতিদিন ডেস্ক

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করার দায়ে বরিশালে ৩১, ফরিদপুরে ২৫, ভোলায় ১৭, মাদারীপুরে ১০ ও পটুয়াখালীর কলাপাড়ায় ১ জেলেকে জেল-জরিমানা করা হয়েছে। জব্দ ইলিশ এতিমখানায় বিতরণ ও কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে।

বরিশাল : বরিশালে মা ইলিশ শিকারের দায়ে আটক ৩১ জেলেকে বিভিন্ন মেয়াদে কারা ও আর্থিক দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বরিশালের বিভিন্ন নদীতে পরিচালিত অভিযানে জব্দ করা হয়েছে ৪৫ হাজার মিটার কারেন্ট জাল এবং ১৩৫ কেজি ডিমওয়ালা ইলিশ মাছ। ফরিদপুর : সদরপুর উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ২৫ জেলেকে আটক, ১০ মণ ইলিশ ও দুই লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।

ভোলা : মেঘনা-তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ৮টি ট্রলার, ১৭ হাজার মিটার কারেন্ট জাল ও ৬০ কেজি মা-ইলিশসহ ১৭ জেলেকে আটক পরে তাদের বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করা হয়। এছাড়া মাদারীপুরের শিবচরে পদ্মা নদী থেকে ১০ জেলে ও  পটুয়াখালীর কলাপাড়ায় এক মাছ বিক্রতাকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর