সাক্ষী সুরক্ষা ও সুবিধা আইন প্রণয়ন এবং দ্রুত কার্যকর করাসহ পাঁচ দফা দাবিতে কিশোরগঞ্জের করিমগঞ্জে মানববন্ধন করেছেন মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষীরা। উপজেলা পরিষদের সামনে করিমগঞ্জের সাক্ষী সুরক্ষা ও সুবিধা আইন বাস্তবায়ন কমিটির আয়োজনে গতকাল ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। কমিটির আহ্বায়ক রেজাউল হাবীব রেজার নেতৃত্বে মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন— শহীদ পরিবারের সদস্য আদম আলী, মীর গোলাম মোস্তফা, আব্দুল গণি, গোলাপ মিয়া, হাফিজা খাতুন, আনিসুর রহমান টুকু, আনিসুর রহমান মেনু প্রমুখ। বক্তারা বলেন, রাজাকার-আল বদরদের বিরুদ্ধে মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ায় সাক্ষীরা নানা হুমকির মধ্যে রয়েছেন। তাদের সব সময় আতঙ্কে থাকতে হচ্ছে। মানববন্ধন শেষে বের হয় বিক্ষোভ মিছিল। পরে ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।