রবিবার, ৮ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ছয় জেলায় সড়কে ঝরল ৯ প্রাণ

প্রতিদিন ডেস্ক

ছয় জেলায় সড়কে প্রাণ গেছে নয়জনের। এর মধ্যে জামালপুর, বরিশাল, সিলেটে দুজন করে এবং ফেনী, বগুড়া ও দিনাজপুরে নিহত হয়েছেন একজন করে। শুক্রবার রাত ও গতকাল এ সব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— জামালপুর : দেওয়ানগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ সড়কের খুটারচর এলাকায় গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, খুটারচরে ত্রুতগামী দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হলে দুটিই রাস্তার পাশে ছিটকে পড়ে। এ সময় ঘটনাস্থলেই মনোয়ার হোসেন (১৮) ও রতন (১৯) নামে দুই আরোহী মৃত্যু হয়। মনোয়ারের বাড়ি দেওয়ানগঞ্জ উপজেলার খুটারচর ও রতনের বাড়ি মদনের চর এলাকায়। সিলেট : দক্ষিণ সুরমা লালাবাজারে গতকাল বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষ হয়। এতে লেগুনায় থাকা বিশ্বনাথ উপজেলার আলাপুর গ্রামের সত্তার আলীর ছেল আমির আলী নিহত হন। এদিকে শুক্রবার রাতে ওসমানীনগর উপজেলার চিন্তামইল এলাকায় অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত হাবিবুর রহমান বিশ্বনাথ উপজেলার পুরান সিরাজপুরের আবদুল মুতলিবের ছেলে। বরিশাল : নগরীর রূপাতলী এলাকায় গতকাল বাসচাপায় আনোয়ারা বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আনোয়ারা ঝালকাঠির রায়পুরা এলাকার মানিক হাওলাদারের স্ত্রী। এদিকে একই দিন উজিরপুরের শিকারপুর জিজি স্কুল এলাকায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমনের ধাক্কায় আল-আমীন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ফেনী : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লেমুয়ায় গতকাল ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কা লেগে প্রাইভেট কার আরোহী ইশতিয়াক মুজিব সাঈদ নিহত হয়েছেন। তিনি পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মির্জানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু চেয়ারম্যানের ছেলে। এছাড়া বগুড়ার শেরপুরে স্কুলছাত্রী ফাহমিদা আলম ও সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়কের জগন্নাথপুরে   মিনারা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সর্বশেষ খবর