রবিবার, ৮ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

বন উজাড় করে বাড়ি নির্মাণ

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে বন উজাড় করে বাড়ি নির্মাণ ও প্লট বিভাজন নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। সখীপুর বন বিভাগের বিট কর্মকর্তা জাহাঙ্গীর আলম এ দুর্নীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। জাহাঙ্গীর আলম প্লট বরাদ্দে অনিয়মের বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, ‘আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। ঘর তোলার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেব।’ টাঙ্গাইল জেলা সহকারী বন সংরক্ষক সাজ্জাদুজ্জামান জানান, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। সরেজমিন সখীপুর উপজেলার হতেয়া রেঞ্জের কালমেঘা বিটে দেখা যায়, বন উজাড় করে ঢাকার চালায় দুটি, পাথারপুর এলাকায় দুটি ও বেলতলীয় একটি নতুন বসতি নির্মাণ করা হয়েছে। স্থানীয় বন কর্মকর্তার যোগসাজশে ও মোটা অঙ্কের টাকার বিনিময়ে এ সব ঘর উঠেছে বলে এলাকাবসীর অভিযোগ। একই বিটের দেওয়ানপুর মৌজার আড়াই একরের পুরাতন ২৭ নম্বরের একটি প্লট বিভাজন নিয়েও ওই কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছেন উপকারভোগী আসাদুজ্জামান লিটন। তিনি বলেন, ‘আমি প্লটের পুরাতন উপকারভোগী। আমার নামে কোন প্লট না দিয়ে পার্শ্ববর্তী এলাকার আলমগীর হোসেনের নামে দেওয়ার পাঁয়তার করছেন বিট কর্মকর্তা। এছাড়া প্লটে গাছ লাগানোর কথা বলে আমার কাছে ৫০ হাজার টাকা দাবি করেন ভিট কর্মকর্তা। না দিলে আমার নামে কোনো প্লট বরাদ্দ হবে না বলে জানান।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর