রবিবার, ৮ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

শিক্ষককে গাছে বেঁধে নির্যাতন, মামলা

নড়াইল প্রতিনিধি

চাঁদার দাবিতে নড়াইলের লোহাগড়ায় স্কুল শিক্ষককে গাছে বেঁধে নির্যাতন ও চিকিৎসা করতে না দিয়ে বাড়িতে অবরুদ্ধ করে রাখার অভিযোগে মামলা হয়েছে। নির্যাতনের শিকার ওই শিক্ষক মনি কুমার বিশ্বাসের স্ত্রী শুক্রবার রাতে লোহাগড়া থানায় মামলাটি করেন। মামলায় উপজেলার লাহুড়িয়া ইউপি সদস্যসহ ৬ জনকে আসামি করেছে। এদের মধ্যে গতকাল রবিউল মোল্যা (৪৫) নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। মনি কুমার বিশ্বাস লোহাগড়ার মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। মামলার বিবরণ ও স্কুল শিক্ষকের পারিবারিক সূত্র জানায়, শিক্ষক মনি কুমার বিশ্বাসের কাছে সম্প্রতি ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলো ইউপি সদস্য আকবর হোসেন ও তার লোকজন। অস্বীকৃতি জানালে গত ২ অক্টোবর লাহুড়িয়ার মনিরুল মোল্যার বাড়ির পুকুরপাড়ে গাছে বেঁধে মনিকে হাতুড়ি ও লাঠি দিয়ে মারধর করা হয়। এ সময় নগদ ৫০ হাজার টাকা ও এবং সাড়ে ৪ লাখ টাকার একটি ব্যাংক চেক এবং স্ট্যাম্পে স্বাক্ষর নেয় অভিযুক্তরা।

অভিযুক্তরা বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে। তাকে মারধর করা হয়নি।

নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, শুক্রবার রাতে মনি কুমারের স্ত্রী বাদি হয়ে ছয়জনের নামে মামলা করেছেন।

সর্বশেষ খবর