শিরোনাম
সোমবার, ৯ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

সাতক্ষীরায় উচ্চ শব্দে গান বাজিয়ে গৃহবধূ হত্যা

তিন জেলায় আরও তিন খুন

প্রতিদিন ডেস্ক

সাতক্ষীরায় সাউন্ডবক্সে উচ্চ শব্দে গান বাজিয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সিরাজগঞ্জ, কক্সবাজারের চকরিয়া ও কুষ্টিয়ায় খুন হয়েছেন তিনজন। কিশোরগঞ্জ, গোপালগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার করা হয়েছে তিন লাশ। প্রতিনিধিদের খবর—

সাতক্ষীরা : জুলি (২৪) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। সদর উপজেলার পারকুখরালি গ্রামে গতকাল ভোররাতে এ ঘটনা ঘটে। জুলি পারকুখরালির আব্দুর রাজ্জাকের স্ত্রী। ঘটনার পর রাজ্জাককে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে সে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে। সদর থানার ওসি জানান, রাজ্জাক ঘরের ভিতর সাউন্ডবক্সে উচ্চ শব্দে গান বাজিয়ে স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে। যাতে চিৎকার শোনা না যায়। এরপর সে প্রচার করে স্ট্রোকে স্ত্রীর মৃত্যু হয়েছে। সিরাজগঞ্জ : সলঙ্গায় আবুল হাসেম নামে এক যুবককে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে জামাল উদ্দিন নামে এক যুবক ও নিহতের স্ত্রী শিউলিকে আটক করেছে পুলিশ। আবুল ওই এলাকার আব্দুর রশিদের ছেলে। চকরিয়া : কক্সবাজারের চকরিয়ায় মুঠোফোন চুরির অভিযোগে আজিজুর রহমান আজিজ নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আজিজ মৌলভীরকুমের ধলা মিয়ার ছেলে। কুষ্টিয়া : কুমারখালীতে নিখোঁজের তিন দিন পর নদীতে হাত-পা বাঁধা লাশ পাওয়া গেছে রাকিবুল ইসলাম নামে এক প্রবাসীর। রাকিবুল কুমারখালী উপজেলার পাহাড়পুর স্কুলপাড়ার মন্টুর ছেলে। কিশোরগঞ্জ : পাকুন্দিয়া উপজেলার মঠখোলা গ্রামের একটি পুকুর থেকে গতকাল আরতি রাণী নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আরতি মঠখোলা গ্রামের শিব চরণ দাসের মেয়ে। এছাড়া  গোপালগঞ্জ সদর উপজেলার চর পাথালিয়ায় গতকাল অজ্ঞাত পরিচয় বৃদ্ধার ছিন্নভিন্ন লাশ পাওয়া গেছে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদী থেকে শনিবার রাতে আবু তাহের নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি আশুগঞ্জ উপজেলার লালপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

সর্বশেষ খবর