শিরোনাম
সোমবার, ৯ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

শেরপুরে দুই হাতির মৃত্যু

শেরপুর প্রতিনিধি

শেরপুরে দুই হাতির মৃত্যু

শেরপুরের শ্রীবর্দী সীমান্তবর্তী নেপালের টিলার মাতাবের ঘোছা এলাকা থেকে গতকাল সকালে আরও একটি বন্যহাতির মৃতদেহ পাওয়া গেছে। এ নিয়ে গত তিন তিনে এ সীমান্ত এলাকায় দুটি হাতির মৃত্যু হল। এর আগে শুক্রবার বিকালে একই সীমান্তের খারামোরা রাঙ্গাজান এলাকায় আরেকটি বণ্য হাতির মৃতদেহ পাওয়া গিয়েছিল। জানা যায়, বর্তমানে রোপা আমন ধানের থোর এসেছে। এ সময় বন্যহাতির দল খেতে এসে ধানের ব্যাপক ক্ষতি ও পাহাড়ি এলাকার বাড়িঘরে ঢুকে জান ও মালের ক্ষতি করে। সম্প্রতি বন্যহাতির কবল থেকে ধান খেত রক্ষায় সীমান্তে জেনারেটর দিয়ে উৎপাদিত বিদ্যুতের তার দিয়ে ফাঁদ পাতা হয়েছে। বনবিভাগের ধারণা বৈদ্যুতিক শকে হাতি দুটির মৃত্যু হয়েছে। এলাকাবাসী বলছে, ভারত সীমান্তের কাঁটাতার ছিঁড়ে বাংলাদেশে আসার সময় আহত হয়ে এসে হাতিগুলো সীমান্তে মারা যাচ্ছে। উপজেলা প্রাণি সম্পদ দফতরের ভেটেনারি সার্জন মেহেদী হাসান জানান, ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। বালিজুরি রেঞ্জ কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে বিদ্যুতায়িত হয়েই হাতি দুটি মারা গেছে। তিনি বলেন, ‘বন্য পশু হত্যা আইনত দণ্ডনীয়। তাই ভেটেনারি সার্জন দিয়ে মৃত্যুর কারণ নানাভাবে ক্ষতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ খবর