শিরোনাম
সোমবার, ৯ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

হবিগঞ্জে শিশুদের ডায়রিয়া নিউমোনিয়ার প্রকোপ

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে নিউমোনিয়া ও ডায়রিয়া রোগের প্রকোপ বেড়েছে। প্রতিদিন সদর হাসপাতালে এ রোগে আক্রান্ত হয়ে ভিড় করছেন রোগীরা। আক্রান্তদের মধ্যে বেশির ভাগই শিশু। নির্দিষ্ট শিশু ওয়ার্ডে জায়গা না থাকায় অনেকের চিকিৎসা হচ্ছে বারান্দায়। গত দুই দিনেই সদর হাসপাতালে ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত শতাধিক শিশু ভর্তি হয়েছে। সদর হাসপাতাল ছাড়া পৌর শহরের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকেও চিকিৎসা নিচ্ছেন অনেকে।

সদর হাসপাতালে গিয়ে গতকাল সকালে দেখা যায়, নিউমোনিয়া ও ডায়রিয়া আক্রান্ত শিশুকে নিয়ে অভিভাবকরা এখানে-ওখানে ছুটছেন। এক সপ্তাহ ধরে গড়ে প্রতিদিন হবিগঞ্জের প্রত্যন্ত এলাকা সদর হাসপাতালে নিউমোনিয়া আক্রান্ত শিশু ভর্তি হচ্ছেন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার দেবাশীষ দাস বলেন, ‘কয়েক দিন ধরে বৈরী আবহাওয়ায় দিনে গরম ও রাতে ঠাণ্ডার কারণে এ রোগের প্রকোপ বেড়েছে। জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য সচেতনতার অভাবেই এ সমস্যা দেখা দিচ্ছে। এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। রোগীদের যথাযথ চিকিৎসা দিচ্ছি।’

সর্বশেষ খবর