১৯৮৬-৮৭ সালে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে দীঘিনালা উপজেলার সোনামিয়া টিলা হতে উচ্ছেদকৃত ৮১২ পরিবারকে তাদের নিজস্ব বন্দোবস্ত ভূমিতে ক্ষতিপূরণসহ পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ। মানববন্ধন থেকে ওই পরিবারগুলোকে নিজ ভূমি ও বসতঘর হতে উচ্ছেদের ক্ষয়ক্ষতি নির্ণয় করে পুনর্বাসনে বিভাগীয় কমিটি গঠন, তাদের নিরাপত্তা ব্যবস্থা করা ও জায়গা জবর দখল করে চলমান ঠিকাদারি কাজ বন্ধসহ চার দফা দাবি উত্থাপন করেন সংগঠনের নেতারা। সংগঠনটির জেলা শাখার আয়োজনে গতকাল শহরের শাপলা চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তৃতা করেন, আব্দুল মালেক, মাঈন উদ্দীন, এসএম মাসুম রানা প্রমুখ। পরে তারা খাগড়াছড়ি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।