শিরোনাম
সোমবার, ৯ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন

—নৌ-পরিবহনমন্ত্রী

দাউদকান্দি প্রতিনিধি

নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, আওয়ামী লীগ যতবার ক্ষমতায় আসে ততবারই দেশের উন্নয়ন হয়, বিএনপি জামাত জোট ক্ষমতায় আসলে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। অথচ তারাই সহায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন চায়। কোনো সহায়ক সরকারের অধীনে নয়, শেখ হাসিনার অধীনেই হবে আগামী জাতীয় নির্বাচন। মন্ত্রী রবিবার বিকালে দাউদকান্দিতে অভ্যন্তরীণ নৌ-পথে ৫৩টি রুটে (প্রথম পর্যায়ে ২৪টি রুট) নদী খনন প্রকল্পের আওতায় দাউদকান্দি-হোমনা-রামকৃষ্ণপুর নৌ-পথের ক্যাপিটাল ড্রেজিং কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখতে গিয়ে এ সব কথা বলেন। বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১ আসনের এমপি মেজর জেনারেল (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া, মো. আবদুস সামাদ— সচিব নৌ-পরিবহন মন্ত্রণালয়, কেন্দ ীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর। বক্তৃতা করেন দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী, মেঘনা উপজেলা চেয়ারম্যান আবদুস সালাম, দাউদকান্দি পৌর মেয়র নাঈম ইউসুফ সেইন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ নেতা মো. শাহজাহান, পৌর প্যানেল মেয়র রকিব উদ্দিন প্রমুখ। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৪৪ কোটি ৭৯ লাখ টাকা। ২০১৯ সালের জুন মাসে প্রকল্পের কাজ শেষ হবে বলে বিআইডব্লিউটিএ সূত্র জানায়।

সর্বশেষ খবর