গেল হজ মৌসুমে গোপালগঞ্জের ৭১ জন ব্যক্তিকে হজ করাতে নিয়ে হাজিদের সঙ্গে প্রতারণার অভিযোগে আদালতে মামলা করেছেন হজ করে ফিরে আসা ভুক্তভোগী এক আইনজীবী হাজী। আদালত গতকাল প্রতারক চক্রের মূল হোতা সরদার মো. মহিবুল্লাহর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। অপর দুই প্রতারক মোস্তাফিজুর রহমান পাটওয়ারী ও আবুল কাশেম মোল্লার বিরুদ্ধে সমন জারি করেছেন। গোপালগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত ‘ক’ অঞ্চলে এ প্রতারণা মামলাটি দায়ের করেছেন জেলা আইনজীবী সমিতির সিনিয়র অ্যাডভোকেট এসএম নাহাজ পাশা। তিনি তার দায়েরকৃত মামলায় তিনিসহ ৭১ জন ব্যক্তির কাছ থেকে ভাল হোটেলে রাখা, ভালভাবে হজ করিয়ে আনার আশ্বাসে প্রত্যেকের কাছ থেকে দুই লাখ ৮৬ হাজার করে টাকা নিয়েও এসব হাজির সঙ্গে সৌদি আরবে প্রতারণা ও বাড়তি অর্থ আদায়ের বর্ণনা দিয়েছেন। বাদী পক্ষের বর্ণনা শুনে আদালতের বিচারক কাঞ্চন কুমার কুণ্ডু প্রতারক চক্রের মূল হোতা সরদার মো. মহিবুল্লাহর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন এবং অপর দুই প্রতারক মোস্তাফিজুর রহমান পাটওয়ারী ও আবুল কাশেম মোল্লার বিরুদ্ধে সমন জারি করেন।