খুলনায় উৎপাদন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকলের শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। গতকাল সকাল ৬টায় শ্রমিকরা কাজে যোগ দেন। ফলে ক্রিসেন্ট, প্লাটিনাম ও স্টার পাটকল ফের কর্মচঞ্চল হয়ে উঠেছে। জানা যায়, শনিবার রাতে খুলনা সার্কিট হাউসে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, বিজেএমসি-পাটকল কর্মকর্তা এবং সিবিএ নেতাদের বৈঠকে শ্রমিকদের বকেয়া মজুরি দেওয়ার সিদ্ধান্তের পর আন্দোলনরত শ্রমিকরা কর্মসূচি প্রত্যাহার করে নেন।
খুলনা জেলা প্রশাসক আমিন-উল আহসান সাংবাদিকদের জানান, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তিন পাটকলের শ্রমিকরা কাজ শুরু করেছেন। যার ফলে কর্মচঞ্চল হয়ে উঠেছে পাটকলগুলো। বৈঠকে আগামী বৃহস্পতিবারের মধ্যে তিন সপ্তাহের বকেয়া মজুরি দেওয়ার সিদ্ধান্ত হয়। এ ছাড়া আন্দোলনের কারণে কোনো শ্রমিককে চাকরিচ্যুত বা তাদের বিরুদ্ধে মামলা করা যাবে না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।