রোহিঙ্গাদের ত্রাণ দিল উম্মে কুলসুম ক্লিনিক
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় দেশের বৃহত্তম শিল্প গ্রুপ বসুন্ধরার আর্থিক সহযোগিতায় পরিচালিত উম্মে কুলসুম ফ্রি ফ্রাইডে ক্লিনিকের সৌজনে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রিত সহস্রাধিক রোহিঙ্গার মাঝে নগদ অর্থ ও প্যাকেটজাত খাদ্য বিতরণ করেছে। গত ৩ দিন ধরে এই ত্রাণ বিতরণ করেন ক্লিনিকের ইনচার্জ পিন্টু তালুকদার। তিনি জানান-উন্নতমানের প্যাকেটজাত খাবার ও নগদ অর্থ স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে অসহায়-অসুস্থ রোহিঙ্গাদের তাঁবুতে তাঁবুতে পৌঁছে দিই’।—বাঞ্ছারামপুর প্রতিনিধি
আন্তমেডিকেল কলেজ ফুটবল টুর্নামেন্ট
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে ১৭টি মেডিকেল কলেজের অংশগ্রহণে আন্তমেডিকেল কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০১৭ শুরু হয়েছে। রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ ীয় খেলার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান এমপি। গণবিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও অনুষ্ঠানের সভাপতি মো. দেলোয়ার হোসেন খেলার নিয়মকানুন মেনে পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে টুর্নামেন্ট সফল করতে সব খেলোয়াড়ের প্রতি আহবান জানান। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু, অধ্যক্ষ অধ্যাপক ডা. ফরিদা আদিব খানম, মীর মুর্ত্তজা আলী, অধ্যাপক ড. মুনজিবা শামস প্রমুখ। —সাভার প্রতিনিধি
পানিতে ডুবে কৃষকের মৃত্যু
আলমডাঙ্গায় পানিতে ডুবে গতকাল নূর আমিন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
এদিকে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পানিতে ডুবে আরিফ হোসেন নামে ১ম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। সে চরলক্ষ্মী গ্রামের সর্দার বাড়ির হানিফ সর্দারের ছেলে।—প্রতিদিন ডেস্ক
৪৩ বছর পর অপারেশন থিয়েটার
বগুড়ার আদমদীঘি উপজেলা ৫০ শয্যা হাসপাতালে স্বাধীনতার ৪৩ বছর পর এই প্রথম অপারেশন থিয়েটারের উদ্বোধন করা হয়েছে। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আব্দুস সোবহান গতকাল এর উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন, বগুড়া সিভিল সার্জন সামছুল হক, উপজেলা পঃ পঃ ডা. শহিদুল্লাহ দেওয়ান, কুন্দ গ্রাম ইউপি চেয়ারম্যান এসএম বেলাল হোসেন প্রমুখ।
—আদমদীঘি প্রতিনিধি
ঢেউটিন বিতরণ
টাঙ্গাইলের সখীপুরে গরিব ও অসচ্ছল পরিবারের মধ্যে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের ঢেউটিন বিতরণ করেছেন স্থানীয় এমপি অনুপম শাহজাহান জয়। রবিবার বিকালে উপজেলা মিলনায়তনে ৬১ পরিবারের মধ্যে ৮০ বান্ডিল ঢেউটিন ও গৃহ নির্মাণের জন্য প্রত্যেককে তিন হাজার টাকা দেওয়া হয়।
—সখীপুর প্রতিনিধি