রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

হাতির হামলায় চার রোহিঙ্গা নিহত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া উপজেলায় বন্য হাতির হামলায় চার রোহিঙ্গা নিহত হয়েছেন। গতকাল বেলা পৌনে ১টায় বালুখালি ১ নম্বর রোহিঙ্গা শরণার্থী শিবিরের ডি ব্লকে বন্য হাতির দল হামলা চালায়। নিহতদের মধ্যে ৩০-৩৫ বছর বয়সী এক নারী ও তিন শিশু রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। জানা গেছে, সমপ্রতি আসা রোহিঙ্গাদের জন্য যেসব নতুন শিবির তৈরি করা হয়েছে তার মধ্যে ১ নম্বর শিবিরের ডি ব্লকের শেষ প্রান্তে বনের কাছে একদল বন্য হাতি আকস্মিকভাবে হামলা চালায়। এতে এখানকার বাসিন্দারা দিগ্বিদিক পালাতে থাকে। একপর্যায়ে হাতির হামলায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত হয় বেশ কয়েকজন। পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে যান। বেলা দেড়টায় চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান। প্রসঙ্গত, সপ্তাহ খানেক আগেও একই রকম হামলায় আরও দুই রোহিঙ্গা মারা যান।

সর্বশেষ খবর