রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

পায়রার গর্ভে ভিটেমাটি নিঃস্ব ২৫ পরিবার

আমতলী প্রতিনিধি


পায়রার গর্ভে ভিটেমাটি নিঃস্ব ২৫ পরিবার

পায়রায় বিলীন হচ্ছে দেড়শ বছরের মসজিদ —বাংলাদেশ প্রতিদিন

বরগুনা আমতলী উপজেলার পশ্চিম ঘটখালী গ্রাম সংলগ্ন পায়রা নদীর ভাঙন দেখা দিয়েছে। গত এক মাসে পায়রায় ভিটামাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন ২৫টি পরিবার। শুধু বাড়ি-ঘরই নয়, নদীর পেটে চলে গেছে ১৫০ বছরের পুরাতন একটি মসজিদও। আমতলী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে পায়রার ভাঙনে ঘটখালী গ্রামটি বিলীন হয়ে যাচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’ বরগুনা পাউবোর নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান জানান, ভাঙন রোধে ব্লক স্থাপনের জন্য বিশ্ব ব্যাংক কর্তৃপক্ষের কাছে প্রকল্প দেওয়া হয়েছে।

জানা যায়, পায়রা নদী সংলগ্ন পশ্চিম ঘটখালী গ্রামে ৪০০ পরিবারের বাস। গ্রামটির অধিকাংশ এলাকা পায়রার তীব্র স্রোতে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সর্বশেষ শুক্রবার রাতে ওই গ্রামের ১৫০ বছরের পুরাতন মসজিদের নবনির্মিত ভবনটিও নদীগর্ভে চলে গেছে। এছাড়া গত এক মাসে ওই গ্রামের মিলন, লিটন, জসিম, রাসেল, আবদুর রব, লতিফ, জাফর, মোশাররফ, রেজাউল করিম, জাহিদুল, তৈয়বুর রহমান, আবুল কালাম, রফিকুল, নুরুল ইসলামেরসহ ২৫টি বসতভিটা বিলীন হয়েছে। এ সব পরিবার সব হারিয়ে এখন মানবেতর জীবনযাপন করছে। ক্ষতিগ্রস্ত নাসির উদ্দিন জানান, শুক্রবার রাতে স্রোতে পুরাতন একটি মসজিদের কুয়েত সরকারের অর্থায়নে নির্মিত নতুন ভবনটি বিলীন হয়ে যায়। রেজাউল কবির পান্না বলেন, ‘বাবার রেখে যাওয়া দ্বিতল ঘরটি নদীতে ভেঙে গেছে। গ্রামটি রক্ষায় সরকারের কাছে জোর দাবি জানাই।’

সর্বশেষ খবর