রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা
সংসদ উপনেতার গাড়ি বহরের হামলা

উত্তপ্ত নগরকান্দা-সালথা

ফরিদপুর প্রতিনিধি

জাতীয় সংসদের উপনেতা, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর গাড়ি বহরে হামলার ঘটনায় ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। ওই ঘটনায় নগরকান্দা থানায় পৃথক দুটি মামলা হয়েছে। আটক করা হয়েছে তিনজনকে। এদিকে, সংসদ উপনেতার গাড়ি বহরে হামলার ঘটনাকে কেন্দ্র করে গত দুই দিনে নগরকান্দা-সালথার বিভিন্ন স্থানে প্রতিপক্ষের বাড়িতে হামলা, আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিভিন্ন স্থানে হয়েছে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল। উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করায় বিভিন্ন এলাকায় মোতায়েন রাখা হয়েছে অতিরিক্ত পুলিশ। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সংসদ উপনেতার গাড়িবহরে হামলার ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরাদুল হককে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অন্য সদস্যরা হলেন, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা ও নগরকান্দার ইউএনও ইশরাত জাহান (ভারপ্রাপ্ত)। কমিটিকে দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে। উল্লেখ্য, শুক্রবার দুপুরে নগরকান্দার তালমা মোড়ে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর গাড়িবহরে হামলা চালায় আওয়ামী লীগের বিক্ষুব্দ একটি অংশ। এ সময় সংসদ উপনেতার গাড়িসহ পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়। আহত হন নগরকান্দা থানার ওসি এএফএম নাসিমসহ চারজন। 

সর্বশেষ খবর