শিরোনাম
মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

কাপ্তাই হ্রদের বৈচিত্র্য রক্ষায় মহাপরিকল্পনা

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি কাপ্তাই হ্রদের বৈচিত্র্য রক্ষায় মহাপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান। তিনি বলেন, রাঙামাটি অন্যতম আকর্ষণ হিসেবে পরিচিত কাপ্তাই হ্রদ ও তার বৈচিত্র্য। তবে কালের পরিবর্তনে ও মানব সৃষ্ট কারণে এ বৈচিত্র্য এখন প্রায় বিলুপ্ত। দখল দূষণের কারণে অস্তিত্ব হারাচ্ছে এ হ্রদ। এছাড়া হ্রদ সৃষ্টির পর থেকে একবারও ড্রেজিং না হওয়ার কারণে ভরাট হয়ে গেছে তলদেশ। এছাড়া  হ্রদের সীমানা প্রাচীর না থাকার কারণে দখল হয়ে গেছে হ্রদের বিরাট একটি অংশ। অবৈধ স্থাপনায় দখল-দূষণের শিকার হচ্ছে হ্রদ ও পানি। তবে এ মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে হ্রদকে পুনরুদ্ধার করা হবে। গতকাল রাঙামাটি জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা ব্যাল্ডিং, কিশোর বাতায়ন প্রতিযোগিতা এবং হিউম্যান ডেভেলপম্যান্ট মিডিয়ার উদ্ভাবকের খোঁজে বিষয়ক প্রেস ব্রিফিং জেলা প্রশাসন মানজারুল মান্নান এসব কথা বলেন।

সর্বশেষ খবর