রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় তিন শিশু কিশোরসহ নিহত ৮

প্রতিদিন ডেস্ক

কুষ্টিয়া, হবিগঞ্জ, লক্ষ্মীপুরের কমলনগর, বগুড়া, চট্টগ্রাম ও ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন শিশু-কিশোর রয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— কুষ্টিয়া : দৌলতপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ইমরান (৮) নামে এক শিশু নিহত হয়েছে। গোয়ালবাজার সংলগ্ন গ্রামে গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান ওই এলাকার খাইরুল ইসলামের ছেলে ও দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। হবিগঞ্জ : আজমিরীগঞ্জে ইজিবাইকের ধাক্কায় গতকাল এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আফরোজা (৪) আজমিরীগঞ্জ উপজেলার কালনীপাড়ার রুবেলের মেয়ে। দুর্ঘটনার সময় আফরোজা বাড়ির পাশে রাস্তায় অন্য শিশুদের সঙ্গে খেলছিল। এদিকে সদর উপজেলার দক্ষিণ তেঘরিয়া গ্রামে সড়কে প্রাণ গেছে হুমায়ূন (১৩) নামে এক স্কুলছাত্রের। হুমায়ূন ওই গ্রামের রজি আলীর ছেলে ও স্থানীয় আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। কমলনগর : লক্ষ্মীপুরের কমলনগরে সড়ক দুর্ঘটনায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম মারা হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে নোয়াখালীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার সকালে রামগতি-লক্ষ্মীপুর সড়ক পার হওয়ার সময় পিকআপের ধাক্কায় আহত হয়েছিলেন তিনি। বগুড়া : শেরপুর থানার কনস্টেবল বেলাল হোসেন (৩৫) ট্রাকচাপায় নিহত হয়েছেন। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বেতকান্দি গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। ঢাকা-বগুড়া মহাসড়কের শাজাহানপুর উপজেলা পরিষদের সামনে গতকাল একটি ট্রাক মোরসাইকেল আরোহী পুলিশ কনস্টেবল বেলালকে চাপা দেয়। চট্টগ্রাম : সিএনজি চালিত ট্যাক্সি উল্টে চালক সেকান্দর (৩৫) নিহত হয়েছেন। রাঙ্গুনীয়া উপজেলার রানীরহাট এলাকায় শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। সেকান্দর একই উপজেলার ঠাণ্ডাছড়ি এলাকার দ্বীন মোহাম্মদের ছেলে। ময়মনসিংহ : সদর উপজেলার রহমতপুর এলাকায় ওষুধ বহনকারী কাভার্ড ভ্যান ও পিকআপের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তারা হলেন— ওমর ফারুক (৫০), ও সোহাগ (৩৫)। এ সময় আহত হয়েছেন আরো দুজন। শুক্রবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

সর্বশেষ খবর