রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

‘উৎকোচ ছাড়া কাজ হয় না’

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ জেলা শিক্ষা অফিসে টাকা ছাড়া কাজ হয় না। অফিসের কাজে কোনো শিক্ষক-কর্মচারী কাজ নিয়ে গেলে চাওয়া হয় উেকাচ। এ ব্যাপারে ঝিনাইদহ জেলা বেসরকারি স্কুল ও মাদ্রাসা শিক্ষক সমিতির পক্ষ থেকে আব্দুল মান্নানসহ একাধিক শিক্ষক বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর অভিযোগ দায়ের করেছেন। তবে মাধ্যমিক শিক্ষা অফিসার মকছেদ আলীর সঙ্গে কথা বললে তিনি জানান বিগত দিনে এই অফিসে যেসব শিক্ষক দালালি করতেন, তারা এখন আর সেই সুযোগ পাচ্ছেন না। ওই শিক্ষকরাই অপপ্রচারে নেমেছে।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়— শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারীরা শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন। এই সিন্ডিকেটের কাছে জিম্মি জেলার মাধ্যমিক স্তরের শিক্ষক-কর্মচারীরা।

শিক্ষক নিয়োগের জন্য টাকা দিতে হয় ওই সিন্ডিকেটকে। না দিলে শিক্ষক নিয়োগের অনুমতি দেওয়া হয় না। কোনো কাজই হাসিল হয় না উেকাচ ছাড়া।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর