রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

মাদ্রাসায় পড়াশোনা না করেও মুহতামিম

সিরাজগঞ্জ প্রতিনিধি

মাদ্রাসায় পড়াশোনা না করেও আলহাজ আলী আশরাফ নামে এক ব্যক্তি জেলার বেলকুচিতে উত্তর বানিয়াগাতী ফাতেমাতুজ্জ জহুরা কওমী মহিলা এবং ইউসুবিয়া কওমী ক্যাডেট মাদ্রাসার মুহতামিমের দায়িত্ব পালন করছেন। মাদ্রাসার সাবেক শিক্ষক মাও. ইব্রাহীম ও মুফতি ওয়াদুদসহ স্থানীয়রা জানান, মাদ্রাসায় পড়াশোনা না করেও মাদ্রাসা দুটি প্রতিষ্ঠাকালীন থেকেই মুহতামিম হিসেবে আলী আশরাফ দায়িত্ব পালন করছেন। মাদ্রাসাটি দুটিক পুঁজি করে বেলকুচির ধনাঢ্য ব্যবসায়ী ও শিল্পপতিদের সহযোগিতায় নিয়ে মাদ্রসার উন্নয়ন না করে সব টাকা আত্মসাত করেন। বিষয়টি প্রমাণিত হওয়ায় বহিষ্কার হলেও প্রভাব খাটিয়ে পুনরায় মুহতামিম পদে যোগদান করেন। এ বিষয়ে মুহতামিম আলহাজ আলী আশরাফ সব অভিযোগ অস্বীকার করে জানান, আমার সম্মানহানির জন্য আমার বিরুদ্ধে কতিপয় শিক্ষক-ছাত্র ও একটি কোম্পানির কর্মকর্তারা প্রতিষ্ঠানটি দখলের জন্য ষড়যন্ত্র করছে।

সর্বশেষ খবর