রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

শেখ হাসিনা বিশ্বের অন্যতম প্রধান নেতা

---------------------------- চিফ হুইপ

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

জাতীয় সংসদের চিফ হুইপ আসম ফিরোজ বলেছেন, বলিষ্ঠ ও যোগ্য নেতৃত্ব দিয়ে দেশের উন্নয়ন ও শান্তি বজায় রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বিশ্বের অন্যতম প্রধান নেতা হিসেবে মূল্যায়িত হচ্ছেন। বিশ্ববাসী অবাক হয়ে শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে অবলোকন করছেন। ১০ লাখেরও বেশি রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে শেখ হাসিনা ‘মাদার অফ হিউমিনিটি’ উপাধিতে ভূষিত হয়েছেন। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে জাতিসংঘে প্রধানমন্ত্রীর পাঁচ দফা প্রস্তাব বিশ্ববাসীর কাছে প্রশংসিত হয়েছে। সম্প্রতি রাশিয়ায় অনুষ্ঠিত আইপিইউ সম্মেলনে দ্রুত রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে প্রস্তাব পাস করা হয়েছে। রোহিঙ্গাদের ব্যাপারে রাশিয়া, চীন ও ভারতে মনোভাবও পরিবর্তন হয়েছে। অথচ বিএনপি বলে রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিতে আওয়ামী লীগ ব্যর্থ।  চিফ হুইপ বলেন, রোহিঙ্গাদের দিয়ে ষড়যন্ত্রের জাল বিস্তারের চেষ্টা করা হচ্ছে। শনিবার বাউফল উপজেলা চত্বরে গতকাল এক সভায় চিফ হুইপ এসব কথা বলেন।

 

সর্বশেষ খবর