রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

এক পলক

পানিতে ডুবে ও বিদ্যুত্স্পৃষ্টে দুজনের মৃত্যু

দিনাজপুরে পানিতে ডুবে বৃদ্ধা ও গাইবান্ধায় বিদ্যুত্স্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পার্বতীপুরে প্রাত ভ্রমণে গিয়ে পুকুরের পানিতে পড়ে সফিরন নেছা (৬৮) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত সফিরন নেছা পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলার শিবনগর গ্রাামের মৃত তছলিম উদ্দিনের স্ত্রী। এদিকে গাইবান্ধা সদর উপজেলায় গতকাল নিজ বাড়িতে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে জহুরুল মিয়া (৪৮) নামে এক ব্যক্তি মারা গেছেন। নিহত জহুরুল ঘাগোয়া ইউনিয়নের সাহাপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে।

—প্রতিদিন ডেস্ক

ক্লাস বর্জন বিক্ষোভ

নিরাপত্তার দাবিতে নাটোর টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে। শনিবার সকালে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ক্যাম্পাসে নিরাপত্তার দাবিতে বিক্ষোভ করে। অভিযোগ, ক্যাম্পাসে বহিরাগতদের হাতে ছাত্রীরা প্রতিনিয়ত ইভ টিজিংয়ের শিকার হচ্ছে। এছাড়া হোস্টেলগুলোতে নিয়মিত ঘটছে চুরির ঘটনা। এ ঘটনায় কর্তৃপক্ষ ব্যবস্থা  না নেওয়ায় আন্দোলনে নামতে বাধ্য হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে নিরাপত্তার আশ্বাস দিলে বিক্ষোভ থেকে সরে আসে শিক্ষার্থীরা। —নাটোর প্রতিনিধি

রাজন হত্যার বিচার দাবি

মাগুরার কৃতী ফুটবলার ও ছাত্রলীগ নেতা রাজন হত্যার প্রতিবাদে শনিবার সকালে এলাকাবাসী শহরের পিটিআই-এর সামনে বিশ্বরোডে মানববন্ধন করেছে। বিশিষ্ট মুক্তিযোদ্ধার সন্তান রাজনের তৃতীয় মৃত্যুবার্ষিকিতে দ্রুত বিচার কাজ সম্পন্নের পাশাপাশি খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। ২০১৪ সালে মাগুরা সরকারি কলেজে নির্মমভাবে রাজনকে কুপিয়ে হত্যা করা হয়। পরবর্তীতে ১৮ জনের নামে মামলা হয়। —মাগুরা প্রতিনিধি

অটিজম বিষয়ে কর্মশালা

রাঙামাটিতে অটিজম বিষয়ে দিনব্যাপী কর্মশালা হয়েছে। শনিবার সকালে সোসাইটি ফর দ্যা ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন (সোয়াক)-এর আয়োজনে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার। রাঙামাটি চেম্বার অব কমার্স অডিটরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে সোয়াক-এর সচিব সুবর্ণা চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন খাগড়াছড়ি উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে।

—রাঙামাটি প্রতিনিধি

আলোচনা সভা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা ও পার্শ্ববতী ডেমরা থানায় পৃথক কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা ও র‍্যালি হয়।  রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য। বিশেষ অতিথি ছিলেন সার্কেল এএসপি আব্দুল্লাহ আল মাসুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল ফাতেহ মুহাম্মাদ শফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম প্রমুখ। এছাড়া শনিবার বিকালে ডেমরা থানা প্রাঙ্গণে আলোচনা সভা হয়। থানার ওসি এসএম কাওসার আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ওয়ারী জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শাহ ইফতেখার আহম্মেদ।

—রূপগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর