রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ফরিদপুর ছাত্রদলে গ্রেফতার আতঙ্ক

ফরিদপুর ছাত্রদলে গ্রেফতার আতঙ্ক

ফরিদপুরে গ্রেফতার আতঙ্কে রয়েছেন জেলা ছাত্রদল নেতা-কর্মীরা। সংগঠনটির বেশকিছু নেতা-কর্মী গত কয়েকদিনে আটক হয়েছেন। ভুক্তভোগীদের অভিযোগ, ছাত্রদল নেতা-কর্মীরা বর্তমানে সভা-সমাবেশ অব্যাহত রাখার কারণেই তাদের উপর জুলুম-নির্যাতন চালানো হচ্ছে। মনোবল ভেঙে দিতে পুলিশ ‘মিথ্যা’ মামলা করে হয়রানি করছে। পুলিশ বলছে, পুলিশের ওপর হামলায় মামলা হয়েছে তার ভিত্তিতেই আসামি গ্রেফতার করা হচ্ছে। নিরীহ কাউকে আটক কিংবা হয়রানি করা হচ্ছে না। এদিকে বিএনপি, যুবদল, ছাত্রদল নেতাদের নামে মামলা ও নেতা-কর্মীদের আটকের নিন্দা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট চৌধুরী কামাল ইবনে ইউসুফ। জানা যায়, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে গত মঙ্গলবার ফরিদপুর ছাত্রদল শহরে মিছিল বের করে। মিছিলটি মমিন ম্যানশনের সামনে থেকে ভাঙ্গা রাস্তার মোড়ে এলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের ধস্তাধস্তি হয় এবং মিছিলটি পণ্ড হয়ে যায়। এ ঘটনায় কোতয়ালি থানার এসআই অসিম মণ্ডল সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় ৪০ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার পরই শুরু হয় গ্রেফতার অভিযান। ঘটনার দিন রাতেই আটক করে জেলা ছাত্রদল সভাপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজকে। পরদিন বুধবার রাতে গ্রেফতার হন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ভিপি সৈয়দ আদনান হোসেন অনু ও জেলা ছাত্রদল সদস্য প্লাবন শেখ পিলু। শুক্রবার রাতে গ্রেফতার করা হয়েছে জেলা যুবদল সাধারণ সম্পাদক একেএম কিবরিয়া স্বপন, শহর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ ও জেলা ছাত্রদলের ১ নং সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন সনেটকে। প্রতিরাতেই ছাত্রদলের নেতা-কর্মীর বাসায় পুলিশ অভিযান চালাচ্ছে বলে একাধিক নেতা জানিয়েছেন। অনেকেই গ্রেফতার এড়াতে গাঢাকা দিয়েছেন।

সর্বশেষ খবর