রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

‘সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূলে কাজ করছে পুলিশ’

সাভার প্রতিনিধি

ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মহাপরিচালক নওশের আলী বলেন, ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে কাজ করছে পুলিশ। তবে জনগণ সম্পৃক্ত না থাকলে পুলিশের পক্ষে এ সব নির্মূল সম্ভব নয়।

তাছাড়া সমাজে অপরাধপ্রবণতা কমিয়ে আনতে কমিউনিটি পুলিশিং গঠন করা হয়েছে। কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের নিজ এলাকা থেকে জঙ্গি নির্মূলে পদক্ষেপ নিতে হবে। জঙ্গিদের সঙ্গে কোনো পুলিশ সদস্যের সখ্যতার প্রমাণ পাওয়া গেলে সে আর পুলিশে থাকতে পারবে না’। ‘কমিউনিটি পুলিশিং ডে’ উপলক্ষে ঢাকার আশুলিয়ায় শিল্প পুলিশ-১ এর সদর দফতরে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এর আগে দিবসটি উপলক্ষে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের হয়। বিজিএমইএর ভাইস প্রেসিডেন্ট এসএম মান্নান কচির সভাপতিত্বে আলোচনা সভায় শিল্প পুলিশ-১ এর পরিচালক সানা শামীনুর রহমান প্রধান উপদেষ্টা হিসেবে বক্তৃতা করেন।

সর্বশেষ খবর