সোমবার, ৩০ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

সরকারি জায়গা দখল করে বাড়ি ও টয়লেট নির্মাণ

ফরিদপুর প্রতিনিধি

সরকারি জায়গা দখল করে বাড়ি ও টয়লেট নির্মাণ

সড়কের জায়গা বসতবাড়ি —বাংলাদেশ প্রতিদিন

ফরিদপুরের আলফাডাঙ্গায় সরকারি সড়কের উপর বাড়ি ও টয়লেট নির্মাণ করা হয়েছে। এ ব্যাপারে এলাকাবাসী স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেও কোন প্রতিকার পায়নি বলে অভিযোগ উঠেছে। এ ঘটনা ঘটেছে উপজেলার বানা ইউনিয়নের গড়ানিয়া এলাকায়।  গড়ানিয়া-উথলিগামি সড়কের আবিয়ার দোকানের মোড় থেকে পশ্চিম পাড়া মাঠগামী একটি সরকারি সড়ক রয়েছে। দেড় কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি ২৪ ফুট প্রস্থের হলেও সড়কের জায়গায় ঘর ও টয়লেট নির্মাণ করায় সড়কের প্রশস্ততা কমে গেছে। ওই সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করেন। বিশেষত খেত থেকে উৎপাদিত কৃষিপণ্য রিকশা ভ্যান বা গরুর গাড়িতে করে উপজেলা সদরে আনার জন্য গড়ানিয়া, উথলী, আড়পাড়া, যোগিবরাটসহ এলাকার অন্তত পাঁচ গ্রামের কৃষক এই সড়কটি ব্যবহার করে থাকেন। ইউএনও জয়ন্তী রূপা রায় বলেন, অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর