বুধবার, ১ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

পোকার পেটে কৃষকের স্বপ্ন

নিজস্ব প্রতিবেদক, রংপুর

পোকার পেটে কৃষকের স্বপ্ন

পোকার আক্রমণে শুকিয়ে যাওয়া ধান গাছ হাতে কৃষক। ছবিটি গতকাল রংপুর সিটি করপোরেশনের দর্শনা এলাকা থেকে তোলা —বাংলাদেশ প্রতিদিন

বোরো মৌসুমে ব্লাস্ট রোগের আক্রমণে ক্ষতিগ্রস্ত রংপুরের চাষিরা আমন আবাদ করে ক্ষতি পুষিয়ে নেওয়ার স্বপ্ন দেখছিলের। তাদের সেই স্বপ্ন এখন গিলে খাচ্ছে পোকায়। ব্যাপকহারে পাতা মোড়ানো পোকার আক্রমণে আমন ধানগাছ শুকিয়ে সাদা হয়ে যাচ্ছে। ওষুধ ছিটিয়েও লাভ হচ্ছে না। অনেকে খেতের শুকিয়ে যাওয়া ধানগাছ কেটে গরুকে খাওয়াচ্ছেন। গতকাল পর্যন্ত ক্ষতিগ্রস্ত এক হাজার ৬২ একর জমি নিরূপণ করতে সক্ষম হয়েছে কৃষি বিভাগ। জেলার আট উপজেলায় আমন খেতের একই অবস্থা বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শ ম আশরাফ আলী বলেন, অতিরিক্ত তাপমাত্রার কারণে আমন খেতে পাতা মোড়ানো পোকার আক্রমণ দেখা দেয়। অতিসম্প্রতি বৃষ্টিপাত হওয়ায় তাপমাত্রা সহনীয় পর্যায়ে নেমে এসেছে এবং এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া পোকার আক্রমণ ঠেকাতে মুঠোফোনে ক্ষুদেবার্তা পাঠিয়ে, মাইকিং করে ও লিফলেট বিতরণের মাধ্যমে আলোর ফাঁদ ব্যবহারের পাশাপাশি কীটনাশক সাকসেসের সঙ্গে এসাটাফ ও কার্টাপ্রিড মিশিয়ে স্প্রে করার পরামর্শ দেওয়া হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।

সর্বশেষ খবর