বুধবার, ১ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

মাদারীপুরে বৃষ্টিতে ধান সবজির ব্যাপক ক্ষতি

মাদারীপুর প্রতিনিধি

গত কয়েক দিনের বৃষ্টিতে মাদারীপুরের শিবচর উপজেলার রোপা আমন, বোনা আমনসহ আগাম সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। কষ্টের ফসল হারিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন কৃষক। ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে কৃষি বিভাগ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর শিবচরে তিন হাজার ৭৫০ হেক্টর জমিতে রোপা আমন, দুই হাজার ২৫০ হেক্টরে বোনা আমন, ৫০ হেক্টরে আগাম শীতকালীন সবজি, ১০০ হেক্টরে খেসারি, ২০০ হেক্টরে মাশকলাই ও ৫০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে।

সম্প্রতি অস্বাভাবিক বৃষ্টিতে সরকারি হিসাবেই প্রায় ২০০ হেক্টর ধান, মাশকলাই ৭১ হেক্টর, সবজি ১০ হেক্টর, খেসারি ২০ হেক্টর ও ১০ হেক্টরের সরিষা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কৃষকরা বলছেন, ক্ষতির পরিমাণ এর কয়েকগুণ বেশি। শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা এসএম সালাউদ্দিন বলেন, ‘কৃষকের ক্ষতি পুষিয়ে নিতে তাদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর