বুধবার, ১ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

উজিরপুরে ‘অপচিকিৎসায়’ প্রসূতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের উজিরপুর উপজেলার মশাং গ্রামে অপচিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় কথিত ডাক্তার নাজমুল হক স্বপনের বিরুদ্ধে উজিরপুর থানায় লিখিত অভিযোগ করেছেন মৃতের ভাই প্রমথ বাড়ৈ। অভিযোগসূত্রে জানা যায়, গত রবিবার গৃহবধূ মঞ্জু বাড়ৈর (২০) প্রসব বেদনা উঠলে স্থানীয় পল্লী চিকিৎসক নাজমুল হক স্বপনকে বাড়ি ডেকে নেওয়া হয়। স্বপন প্রসূতিকে কিট্রোলাক গ্রুপের  (Toroaid) নামের একটি ইনজেকশন পুশ করেন এবং কিছু ট্যাবলেট, ক্যাপসুল খেতে দেন। স্থানীয় ধাত্রী হেনারার সহায়তায় ওই দিন সন্ধ্যায় বাড়িতেই কন্যা সন্তান প্রসবের পর মঞ্জু মৃত্যুর কোলে ঢলে পড়েন। পল্লী চিকিৎসক স্বপন ভুল চিকিৎসার অভিযোগ অস্বীকার করে বলেন, রোগীর অবস্থা খারাপ হওয়ায় তিনি প্রাথমিক চিকিৎসা দিয়ে মেডিকেলে নেওয়ার পরমর্শ দিয়েছিলেন। সাতক্ষীরা অবহেলায় নবজাতকের : সাতক্ষীরা প্রতিনিধি জানান, নার্সদের অবহেলায় সদর হাসপাতালে নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। সাত ঘণ্টা অপেক্ষার পর সোমবার রাতে নরমাল ডেলিভারির সময় নবজাতকের মৃত্যু হয়। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরহাদ জামিল বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ খবর