বুধবার, ১ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় আটজনের প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আটজন। সাভার প্রতিনিধি জানান, ঢাকা-আরিচা মহাসড়কের রেডিওকলোনী বাসস্ট্যান্ড এলাকায় গতকাল একটি ট্রাক নষ্ট হয়ে যায়। নষ্ট ট্রাকটি আরেকটি ট্রাকের সঙ্গে বেঁধে ঢাকা নেওয়ার উদ্দেশ্যে গাড়ি থামিয়ে দুটি ট্রাকের চালক মহাসড়কের পাশে দাঁড়ান। এ সময় পেছন থেকে আসা সবজিভর্তি অপর একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই চালকের মৃত্যু হয়। নিহতরা হলেন— পটুয়াখালী মির্জাগঞ্জের সোহান হাওলাদার (২০) ও কুমিল্লা জেলার আলাউদ্দিন মিয়া (২১)। দুজনই শাহ সিমেন্ট কোম্পানীর গাড়ি চালক ছিলেন। এদিকে সভারে সড়ক দুর্ঘটনায় আহত কলেজছাত্র আহমেদ ফজল নাইম ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার বিকালে ট্রাক চাপায় আহত হয়েছিলেন তিনি। ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান নাইমের বন্ধু বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ছাত্র সিফাত আহমেদ প্রান্ত। এছাড়া গাজীপুরের শ্রীপুর ও বাঘের বাজারে দুইজন, চট্টগ্রামের সীতাকুণ্ডে মিনি ট্রাকের ধাক্কায় একজন, মাদারীপুরের শিবচরে এক শিশু ও ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার ফুকরা বাজারে এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর