বুধবার, ১ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৭৭ জন কারাগারে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পুলিশের একটি মামলায় জেলা বিএনপির সহসভাপতি লুত্ফর রহমান আবদুসহ ৭৭ জনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ বেগম হোসনে আরা আক্তারের আদালতে ওই মামলার ৮৭ জন আসামির মধ্যে ৮১ জন নেতাকর্মী আত্মসমর্পণ করলে আদালত এ আদেশ দেন। একই মামলায় আদালত চারজনের জামিন প্রদান করেছেন। মামলার অপর ছয় আসামি আত্মসমর্পন করেনি।

৩৯ জনের বিরুদ্ধ চার্জ গঠন

২০১৩ সালের ৫ মে রাতে হেফাজতে ইসলামের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা একটি বিস্ফোরক ও নাশকতা মামলায় বিএনপির ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম আদালতে আসামিদের উপস্থিতিতে এ চার্জ গঠন করা হয়। মামলার পরবর্তী তারিখ আগামী বছরের ৪ জানুয়ারি নির্ধারণ করেছে আদালত। অভিযুক্তদের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, সাবেক এমপি গিয়াসউদ্দিন, কাজী মনিরুজ্জামান, অধ্যাপক মামুন মাহমুদ, এটিএম কামাল, ইকবাল হোসেন, আব্দুল হাই রাজুসহ ৩৯ জন। মামলায় অভিযুক্ত তৈমূর আলম খন্দকার নিজেই মামলার শুনানিতে অংশ নেন। তিনি জানান, এ মামলায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে চার্জ গঠন হয় না। কারণ ২০১৩ সালের ৫ মে হেফাজতের ঢাকা অবস্থান ও পরদিন হরতালের সময় বিএনপির উল্লিখিত নেতারা হেফাজত নেতাকর্মীদের খাবার, পানি দিয়ে সহায়তা করেছি। পানি খাওয়ানো এবং খাবার দেয়া কোন মামলার মধ্যে আসে না।

প্রসঙ্গত ওই সংঘর্ষে দুজন বিজিবি সদস্য এবং দুজন পুলিশ সদস্যসহ অন্তত ২০ জনের প্রাণহানির ঘটে।

সর্বশেষ খবর