বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

পরীক্ষা পেছানোর দাবিতে ডুয়েটে তাণ্ডব, একাডেমিক কার্যক্রম বন্ধ

গাজীপুর প্রতিনিধি

পরীক্ষা পেছানোর দাবিতে ডুয়েটে তাণ্ডব, একাডেমিক কার্যক্রম বন্ধ

হামলা ভাঙচুরের পর হল ছাড়ছেন শিক্ষার্থীরা —বাংলাদেশ প্রতিদিন

গাজীপুরে ঢাকা প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) সেমিস্টার পরীক্ষা পেছানোর দাবিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় উপাচার্যের অফিস ও গাড়িসহ ব্যাপক ভাঙচুর করেছে। ছাত্ররা এ সময় সড়কও অবরোধ করে।

ছাত্রদের ইটপাটকেলের আঘাত ও হামলায় কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা আহত হয়েছেন বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করেছে। অন্যদিকে শিক্ষার্থীদের দাবি, শিক্ষকদের মারধরে সাত ছাত্র আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছাড়াও ছাত্রছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। ডুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক প্রফেসর ড. মো. কামরুজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা জানান, গাজীপুরে ঢাকা প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী বিভিন্ন বর্ষের সেমিস্টার পরীক্ষা ২ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল। এসব পরীক্ষার রেজাল্ট আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করে পরবর্তী কার্যক্রম শুরু হওয়ার কথা। কিন্তু কিছুসংখ্যক শিক্ষার্থী বিশেষ করে দ্বিতীয় ও তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষার্থীরা মঙ্গলবার বিকালে উপাচার্যের কাছে এসব পরীক্ষা পেছানোর দাবি জানায়। শিক্ষার্থীদের দাবি প্রত্যাখ্যান করে তাদের ফিরিয়ে দেওয়া হলে ছাত্রদের মাঝে অসন্তোষ দেখা দেয়। এ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবাসিক সংকুলান না হওয়ায় দ্বিতীয় ও তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টারের বেশকিছু শিক্ষার্থী ক্যাম্পাসের বাইরে থেকে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে। রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হট্টগোলের জন্য বাইরে অবস্থানরত শিক্ষার্থীরা প্রবেশের চেষ্টা করে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মূল গেটে অবস্থান নিয়ে তাদের বাধা দেন এবং পরিচয়পত্র দেখে আবাসিক হলের শিক্ষার্থীদের প্রবেশ করতে দেন। এ সময় শিক্ষার্থীরা গেটে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে। তারা বহিরাগতদের সঙ্গে নিয়ে রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-শিমুলতলী সড়কে অবস্থান নিয়ে ওই সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানালে ছাত্রদের সঙ্গে শিক্ষকদের বাকবিতণ্ডা হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করে।

সর্বশেষ খবর