বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

কথিত প্রেমিকসহ গ্রেফতার ৩ বিউটি ও তার মা রিমান্ডে

স্কুলছাত্রী আজিজার মৃত্যু ঘিরে ধোঁয়াশা

নরসিংদী প্রতিনিধি

শিবপুরের স্কুলছাত্রী আজিজাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে নাকি মেয়েটি আত্মহত্যা করেছে, এই প্রশ্নে তৈরি হচ্ছে ধোঁয়াশা। পুলিশ ও আজিজার পরিবারের নানারকম ভাষ্যের কারণেই এ অবস্থা। নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম (বিপিএম) গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আজিজার কথিত প্রেমিক রোমানসহ চার যুবককে গ্রেফতার করা হয়েছে। এদের কাছ থেকে আজিজার চাচি বিউটি বেগমের চুরি হওয়া মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। বিউটি ও তার মাকে এবং এজাহারভুক্ত অন্য আসামি রুবেল মিয়াকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের আগে আজিজার মৃত্যুটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।’ পুলিশের এই ভাষ্য প্রত্যাখ্যান করেছেন নিহত আজিজার বাবা আবদুস সাত্তার ও মা রেহানা বেগম। তারা গতকাল বিকালে বলেন, ‘আজিজা ১৪ বছরের মেয়ে। এই বয়স প্রেম করার নয়। ওর বয়স কম বলে মালয়েশিয়া চাকরি করে এ রকম পাত্রের সঙ্গে বিয়ের প্রস্তাব পেয়েও আমরা ‘না’ করে দিয়েছি। আজিজাকে ২৭ অক্টোবর অপহরণ করে যারা মুক্তিপণ চেয়েছিল তাদের আমরা চিনি না। আমাদের ধারণা বিউটি আর তার লোকজনই মুক্তিপণ দাবি করেছিল। মুক্তিপণের টাকা না পেয়েই ওরা আমাদের মেয়েকে পুড়িয়ে মেরেছে।’ আজিজার বাবা সাত্তার ২৮ অক্টোবর রাতে শিবপুর মডেল থানায় যে মামলা করেন তাতে তিনি অভিযোগ করেন, খৈনকুট গ্রামে আগুনে পুড়িয়ে ২৭ অক্টোবর হত্যা করা হয়েছে তার মেয়েকে। সাত্তার এ মামলায় বিউটিসহ সাতজনকে অভিযুক্ত করেন। আজিজার আত্মীয়স্বজনরা প্রথমে বলেছিলেন চাচির মোবাইল চুরি করায় মেয়েটিকে খতম করা হয়েছে। পরে এরাই আবার বলেন যে, চাচি বিউটির সঙ্গে পরকীয়ার অবাঞ্ছিত দৃশ্য দেখে ফেলায় মেয়েটিকে হত্যা করা হয়। গতকাল বিউটি বেগম ও তার মা সানোয়ারা বেগমকে হাজির করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। বিচারক দুই দিন মঞ্জুর করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর